Logo

পূণ্যকে সুন্দরবন ঘুরে দেখালেন পরীমনি

profile picture
জনবাণী ডেস্ক
১৫ আগস্ট, ২০২৪, ০৫:০৮
68Shares
পূণ্যকে সুন্দরবন ঘুরে দেখালেন পরীমনি
ছবি: সংগৃহীত

তাই তো ছেলের জন্মদিনের আয়োজনে যেন কোনো কমতিই রাখেননি মা

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য তিন বছরে পা রেখেছে। শনিবার (১০ আগস্ট) ছিল পূণ্যের জন্মদিন। তাই তো ছেলের জন্মদিনের আয়োজনে যেন কোনো কমতিই রাখেননি মা। বেশ কিছু ঘরোয়া আয়োজনের পর এবার ছেলেকে নিয়ে সুন্দরবন বেড়ালেন এই চিত্রনায়িকা। সেখানে ঘনিষ্ঠজনদের নিয়ে ছেলের জন্মদিনের বিশেষ এই মুহূর্ত কাটাতে দেখা গেল পরীমনিকে।

পূণ্যের জন্মদিনের থিম ছিল সুন্দরবন ও বাঘ নিয়ে। সে অনুযায়ী ছেলের জন্মদিনের মন্ডপও বনের সাজে সাজানো হয়। সোশ্যাল মিডিয়ায় ছবিও ছেড়েছিলেন নায়িকা। এদিন পূণ্যকে বাঘের সাজে দেখা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে এটি তো ছিল শুধু শুরু! ছেলে পূণ্যর জন্য আরও কিছু আয়োজন রেখেছিলেন পরী। বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে ঘনিষ্ঠ কিছু শুভাকাঙ্খীদের নিয়ে পাড়ি দেন সুন্দরবনে। সেখানে তাদের সবারই মধ্যমণি ছোট্ট পূণ্য। এ সময় পরীর এক সহকর্মীর কাঁধেও চড়তে দেখা যায় পুণ্যকে। পুণ্যর গায়ে দেখা যায় চিতা বাঘের ডোরা কাঁটা টাইগার স্যুট। এ সময় মুঠোফোন ভিডিও ধারণ করছিলেন এই নায়িকা।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও কিছু ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। যাতে দেখা যায়, সুন্দরবনের মাঝ দিয়ে ছেলে পূণ্যকে কোলে নিয়ে হাঁটছেন পরী। এ সময় পূণ্য তার টাইগার ব্যান্ডটি নিজ হাতে মাথায় পরতে যাচ্ছিল। পরে একজন এসে পুণ্যের মাথায় ব্যান্ডটি ঠিকমত পরিয়ে দেন। এক পর্যায়ে সেটি পুণ্য খুলে ব্যান্ডটি পরীর মাথায় পরিয়ে দিতে যায়। পরে সঙ্গে থাকা একজন পরীর মাথায় ব্যান্ডটি ঠিকমত লাগিয়ে দিলে আধো ভাষায় পুণ্য বলে ওঠে 'ওয়াও'! এতে সঙ্গে থাকা পরীর ঘনিষ্ঠরা ছোট্ট পূণ্যের বিচক্ষণতায় চমকে যান। পুণ্যের সাথে তারাও বলে ওঠে 'ওয়াও'!

বিজ্ঞাপন

পরে পরীমনির মাথা থেকে ব্যান্ডটি নিয়ে নিজের গলায় লাগিয়ে রাখে পূণ্য। এ সময় পরী মজা করতে করতে অনুরাগীদের বললেন, 'ওর হারে হারে দুষ্টুমি।'

বিজ্ঞাপন

পরীমণি ও পূণ্যের সুন্দরবন সফরের আরও কিছু ভিডিও, ছবি সোশ্যাল  শেয়ার করেন নায়িকা। সেসব ভিডিওতে পরী-পুণ্যকে নিয়ে বেশ মেতে উঠতে দেখা যায় পরীর ঘনিষ্ঠ অনুরাগীদের। নেটিজেনরাও তা দেখে বেশ সাড়া ফেলে; পূণ্যর জন্য শুভকামনা জানান তারা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পূণ্যর। শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর পরীমনি তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ওয়ান ম্যান আর্মি। কয়েকমাস আগে একটি কন্যা সন্তানও দত্তক নেন পরী। নাম রাখা হয়-সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে তার সংসার।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD