টেকনাফে প্রায় ২ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৪


টেকনাফে প্রায় ২ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় পৌণে দুই কেজির বেশী ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।


আরও পড়ুন: টেকনাফে আরও ৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার


বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় এ অভিযান চালানো হয়েছে।


তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় পরিত্যক্ত একটি ঝুপড়ি ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান মজুদের খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এতে সন্দেহজনক ঘরটি ঘিরে ফেললে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন লোক কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। বিজিবির সদস্যরা তাদের ধাওয়া দিলেও আটক করতে সক্ষম হননি।


আরও পড়ুন: টেকনাফে সাগর পথে নারীসহ ৫ রোহিঙ্গার অনুপ্রবেশ


“পরে ঝুপড়ি ঘরটিতে তল্লাশী চালিয়ে এক কোণায় মাটি খুঁড়ে গর্তের ভিতরে জাল প্যাঁচানো অবস্থায় পাওয়া যায় ১ কেজি ৭৯৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস।”

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।


 এসডি/