Logo

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটলেন প্রসেনজিৎ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৪, ২৩:২৮
53Shares
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটলেন প্রসেনজিৎ
ছবি: সংগৃহীত

অরিন্দম যেমন ১৪ আগস্ট যাদবপুরের জমায়েতে উপস্থিত ছিলেন

বিজ্ঞাপন

সামাজিকমাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন আগেই। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এ বার মিছিলে হাঁটলেন প্রসেনজিৎ এবং টোটা।

শুক্রবার (১৬ আগস্ট) মিছিলে হাঁটতে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরজি কর-কাণ্ডের প্রতিবাদের সুর চড়া হচ্ছে শহরে। একের পর এক প্রতিবাদ মিছিলের আয়োজন। ১৪ আগস্টের ‘রাত দখল’ কর্মসূচিতে টলিপাড়ার অনেকেই যোগ দিয়েছিলেন। শুক্রবার পথে নামলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীরা।

বিকালে সেন্ট জ়েভিয়ার্স কলেজের প্রাক্তনীরা আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মৌন মিছিল করেন। কলেজের সামনে থেকে রওনা হয় এই মিছিল। মিছিলে হেঁটেছেন প্রসেনজিৎ, টোটা, অরিন্দম শীল, বিক্রম ঘোষ, পরিচালক প্রতিম ডি গুপ্তের মতো প্রাক্তনীরা। মিছিলে হাঁটলেন কলেজের ছাত্রছাত্রীরাও।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘সরকারকে এ বার জাগতে হবে, রাগ হচ্ছে’, আরজি কর নিয়ে ক্ষোভ উগরে দিলেন স্বস্তিকা উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের পর তারকাদের মধ্যে অনেকেই সমাজমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। প্রসেনজিৎ বা টোটারাও ব্যতিক্রম নন। তবে এই প্রথম তাঁরা মিছিলে হাঁটলেন। অরিন্দম যেমন ১৪ আগস্ট যাদবপুরের জমায়েতে উপস্থিত ছিলেন। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে টোটা বলেন, ‘‘আমাদের একটাই বক্তব্য, প্রতিবাদের কণ্ঠস্বর যেন কর্তৃপক্ষের কানে পৌঁছয়। ছাত্রছাত্রীরাও যে ক্ষোভে ফুঁসছে, সেটা আজ মিছিলে হেঁটে উপলব্ধি করলাম। আমরা প্রত্যেকেই দ্রুত বিচার চাই।’’

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD