‘কলকাতা টু করাচি, সবার মুখে বাংলাদেশের স্লোগান’


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪


‘কলকাতা টু করাচি, সবার মুখে বাংলাদেশের স্লোগান’
ছবি: ফেসবুক থেকে নেওয়া

দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রেশ কাটতে না কাটতেই, কলকাতাতেও শুরু হয় গণ-আন্দোলন। কোটা নিয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ‘দফা এক, দাবি এক, হাসিনার পদত্যাগ’র আদলে ওপার বাংলায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ‘দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ’ দাবি তোলা হয়েছে। এর আগে, পাকিস্তানের সংবিধান পুনরুদ্ধার ও উজ্জীবিত কারার লক্ষ্যে বিক্ষোভ করছে দেশটির শিক্ষার্থীরা।


যেই আন্দোলনে বিপ্লবীদের কণ্ঠে ঘুরে-ফিরে উঠে আসছে বাংলাদেশের নাম ও স্লোগান। ইতোমধ্যেই সোশ্যাল মাধ্যমে দেখা গেছে, পাকিস্তানের করাচিতে বিপ্লবীদের কণ্ঠে স্লোগান উঠেছে ঢাকার সুরে, ‘তুমি কে? আমি কে? বাংলাদেশ! বাংলাদেশ!’


আরও পড়ুন: বিআরটিএ-তে কোনো দালাল জাতীয় মাল দেখা গেল না: অমিতাভ রেজা


একইভাবে কলকাতার আরজি কর হাসপাতাল কাণ্ডে ফুঁসে ওঠা নাগরিকরাও যেন ঢাকার ছাত্র আন্দোলনকে অনুসরণ করছেন। নিজেদের বিক্ষোভে ঢাকার ছাত্র জনতার এক দফা দাবির কথা বারবার স্মরণ করছেন। 


এদিকে সোশ্যাল মাধ্যমে বিষয়টি নজরে এনে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বাংলাদেশ নামটার একটি বিশেষণ বা ট্যাগ লাইন ঘোষণা করেছেন। সেটি হলো ‘বীরের দেশ’ কিংবা ‘দ্য ল্যান্ড অব ব্রেইভ’। 


সোমবার (১৯ আগষ্ট) এক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, ‘কলকাতা টু করাচি, সবার মুখে বাংলাদেশ এবং আমাদের স্লোগান। বাংলাদেশিদের বীরত্বে যুগে যুগে বিস্মিত হয়েছে পুরো বিশ্ব। আর কিছু থাকুক আর না থাকুক, আমাদের পা থেকে মাথা পর্যন্ত দেশপ্রেম আছে। আরও আছে বাঘের মতো একটা কলিজা।’


আরও পড়ুন: শেখ হাসিনা চরিত্রে অভিনয় থেকে সরে গেলেন অপু বিশ্বাস, কেন?


অভিনেত্রী আরও বলেন, ‘‘১৯৫২, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪। এই ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। বীরেরাও আসে নতুন রূপে নতুন পরিচয়ে, কিন্তু কলিজা সেই একই! বীরের কলিজা। আর তাই আমি আমার দেশকে একটা বিশেষণ দিতে চাই। সেটি হলো ‘বীরের দেশ’। ইংরেজিতে ‘দ্য ল্যান্ড অব ব্রেইভ’।’’


ছাত্রদের আন্দোলনে শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী চমক। কখনো রাজপথে, কখনো সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের ওপর সংগঠিত হওয়া বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন তিনি। 


এমএল/