Logo

এবার খালেদা জিয়াকে নিয়ে ছবি ‘মাদার অব ডেমোক্রেসি’

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৪, ০৫:৫৭
176Shares
এবার খালেদা জিয়াকে নিয়ে ছবি ‘মাদার অব ডেমোক্রেসি’
ছবি: সংগৃহীত

এবার তাকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান

বিজ্ঞাপন

দেশের দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবার তাকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান।

ছবির নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি’। ইতোমধ্যেই পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন নির্মাতা নিজেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। ইতোমধ্যে পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সামনের মাসেই (২৫ সেপ্টেম্বর) চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

জামান বলেন, অনেক দিন ধরেই আমরা সিনেমাটি নিয়ে কাজ করছিলাম। বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। ছবিটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সম্পূর্ণ সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সিনেমায় কোন কোন অভিনয় শিল্পী থাকবেন সে বিষয়ে এখনই জামান কিছু বলতে চাননি। আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

পরিচালক বলেন, নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা সিনেমা তো যাকে-তাকে নিয়ে করব না। শুটিংয়ের আগে আগে সিনেমার কাস্টিং জানানো হবে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD