Logo

আগে সাহায্য করুন, আমাকে আপনারা পরেও গালি দিতে পারবেন : পূর্ণিমা

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৪, ২২:১২
আগে সাহায্য করুন, আমাকে আপনারা পরেও গালি দিতে পারবেন : পূর্ণিমা
ছবি: সংগৃহীত

যে কারণে সমালোচকদের উদ্দেশে একটি বার্তাও তিনি দিয়েছেন

বিজ্ঞাপন

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজারসহ  বেশ কয়েকটি জেলা। ইতোমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে দেশের লক্ষাধিক মানুষ।  সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে নিজেদের উদ্ধারের আকুতি জানাচ্ছে তারা। 

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমা বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকেই নিজের ফেসবুক পেজে একের পর এক জনসচেতনামূলক পোস্ট শেয়ার করে যাচ্ছেন। 

বিজ্ঞাপন

তবে শিক্ষার্থীদের আন্দোলন থেকে শুরু করে দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে শুরু থেকেই নীরব থাকা পূর্ণিমা হঠাৎ করে বন্যার্তদের পাশে দাঁড়ানোয় তোপের মুখে পড়েছেন। বিষয়গুলো এই নায়িকাও বুঝতে পেরেছে। যে কারণে সমালোচকদের উদ্দেশে একটি বার্তাও তিনি দিয়েছেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ৯ টায় এক স্ট্যাটাসে পূর্ণিমা লিখেছেন, আমাকে নিয়ে বাজে মন্তব্য, গালাগলি আপনারা চাইলে পরেও দিতে পারবেন। এই সময় আসুন বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসি। 

বিজ্ঞাপন

পূর্ণিমার সেই পোস্টে অধিকাংশ ভক্তরাই একমত পোষণ করেছেন। তারা বলছেন, এখন সময় ঐক্যের। একে অন্যের পাশে দাঁড়ানোর। অযথা সমালোচনায় না মেতে পরস্পরকে সহযোগীতা করি।  

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD