Logo

রঙিন পর্দায় ফেরার অপেক্ষা বাড়ল মন্দিরা চক্রবর্তীর

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৪, ০৪:৪৮
52Shares
রঙিন পর্দায় ফেরার অপেক্ষা বাড়ল মন্দিরা চক্রবর্তীর
ছবি: সংগৃহীত

আসছে সেপ্টেম্বরেই মুক্তির কথা ছিল তার ‘নীলচক্র’ ছবিটির

বিজ্ঞাপন

‘কাজলরেখা’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হলেও অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এই মুহূর্তে তার দ্বিতীয় চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছেন। আসছে সেপ্টেম্বরেই মুক্তির কথা ছিল তার ‘নীলচক্র’ ছবিটির। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চলচ্চিত্র মুক্তি পেছানো হয়েছে বলে জানা গেছে। 

মন্দিরা বলেন, প্রথম ছবির সফলতার পর দ্বিতীয় সিনেমা মুক্তির অপেক্ষায় ছিলাম। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ‘নীলচক্র’ এখন আর মুক্তি পাচ্ছে না। সত্যি কথা বলতে, আমি এই সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি দ্রুত যেন বাংলাদেশের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিঠু খান পরিচালিত এই ছবিতে মন্দিরাকে দেখা যাবে নৃত্যশিল্পীর চরিত্রে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও রয়েছেন প্রিয়ন্তী উর্বী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

গিয়াস উদ্দিন সেলিম নির্মিত ‘কাজলরেখা’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মন্দিরা চক্রবর্তীর। দেশের সীমানা পেরিয়ে ছবিটি মুক্তি পেয়েছে বিদেশেও।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD