গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা ২ যাত্রী নিহত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৪
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা দুইযাত্রী নিহত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রেনে ২ নারীর কাছে মিললো ১২৮ বোতল ফেনসিডিল
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল।
পথিমধ্যে মাঝিপড়া এলাকায় পৌঁছেলে বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুইযাত্রী নিহত হন।
নিহত ব্যক্তিরা হলো রেজাউল ইসলাম (৪০), বাড়ি গাইবান্ধা সদরের তিনমাইল এলাকায় , অপর আর একজন ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
আরও পড়ুন: গাইবান্ধায় ৩১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করছেন।
এসডি/