বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছে বিশ্ব জাকের মঞ্জিল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৪


বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছে বিশ্ব জাকের মঞ্জিল
ছবি: জনবাণী

ভয়াবহ বন্যা শুরুর পর থেকে বন্যার্তদের পাশে দাড়িয়েছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কর্মীরা। বন্যাকবলিত জেলা সমূহে শুকনা খাবার ও রান্না করা খাবার এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করছে তারা।


শুক্রবার (৩০ আগস্ট) বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের সুবিশাল কর্মীবাহিনী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ও মাইজদীতে ২ হাজার ৫০০ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। 


আরও পড়ুন: স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪


ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ। এই দরবার শরীফের উদ্যোগে চলমান আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছে দরবার শরীফের কর্মীরা।


বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় প্রতিদিন রান্নাকরা খাবার ও ঔষধ বিতরণ কার্যক্রম চলছে শুরু থেকেই এবং এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।


আরও পড়ুন: বন্যাকব‌লিত ৭ জেলায় ৭ কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাজ্য


বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বওলী হযরত খাজাবাবা ফরিদপুরী (র.) এর আর্দশ দেশবাসীর মধ্যে ছড়িয়ে দিতে দেশের এই সংকট কালে বন্যা কবলিত মানুষের পাশে আছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ। দরবার শরীফের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে দরবারের হুকুম অনুযায়ী আশেকান, জাকেরানরা বন্যার্তদের সহায়তায় ঝাপিয়ে পড়েছে।


এমএল/