পূর্বাচল স্টেডিয়ামের নকশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪


পূর্বাচল স্টেডিয়ামের নকশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
ছবি: সংগৃহীত

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ। এই বিশ্বকাপকে মাথায় রেখে পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বড় স্টেডিয়ামের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু সরকার পতনে স্টেডিয়ামের ডিজাইন ও পরিকল্পনার কিছু বদল আনা হলেও স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।


শনিবার (৩১ আগস্ট) সকালে পূর্বাচলে অবস্থিত স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানেই গণমাধ্যমকর্মীদের বলেছেন, খুব দ্রুত নতুন নকশায় মাঠ তৈরির কাজ শুরু হবে। তবে নতুন নকশায় হলেও পরামর্শকদের আগের পরামর্শগুলো বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন তিনি। পূর্বাচলে স্টেডিয়ামের পরিদর্শনকালে বিসিবির সভাপতি সঙ্গে পরিচালকদের মধ্যে ছিলেন আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, কাজী এনাম আহমেদ, নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।


আরও পড়ুন: তাসকিনের দুর্দান্ত প্রত্যাবর্তনে উড়ন্ত শুরু বাংলাদেশের


সাড়ে ৩৭ একর জমি ঘুরে দেখে দুটি মাঠ তৈরির কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান ইচ্ছা ছিল মাঠগুলোর উন্নতি। নতুন মাঠও যদি করতে পারি, সেটা নিয়েও অনেক চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, এটা নিয়ে একটা পরিকল্পনা ছিল। এখন এটাকে আমরা যত দ্রুত মাঠের কাঠামোতে রূপ দিতে পারি, সে চেষ্টা করব। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার কথা, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।’


তিনি আরও বলেন, ‘আমরা ধাপে ধাপে সামনে যাব। এখানে দুটি মাঠ হওয়ার কথা ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে আমরা এত বাজেট অ্যাফোর্ড করতে পারব না। সে জন্য প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব, তারপর পাশের মাঠটা করার চেষ্টা করব। দ্রুতই মাঠের কাজ শুরু করব। এখন আমাদের অনেক ধরনের খেলা, আপনারা সবাই জানেন। বয়সভিত্তিক থেকে শুরু করে নারী ক্রিকেট, ক্লাব ক্রিকেট—অনেক খেলা। এখন সে জন্য মাঠটা তৈরি করব।’


দ্রুত মাঠের নির্মাণ কাজ শুরুর কথা জানান তিনি, ‘আমি আগেই উল্লেখ করেছি, কনসালটেন্সিতে আমাদের টাকা ইনভেস্ট হয়েছে। ওটাকে ধরেই বড় কোনো পরিবর্তন না করেআপনি তো একদিনে সব করতে পারবেন না। মাঠ, ড্রেসিংরুম আমি ওদের প্ল্যানটা পুরোপুরি দেখিনি। এটা নিয়ে আমার কথা বলাটাও ঠিক হবে না। ওই প্ল্যানটা দেখে, ড্রইং দেখে ওদের সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করব।’


আরও পড়ুন: বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তানের প্রথমদিনের খেলা


মাঠের নকশা প্রসঙ্গে বলেন, ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার, তা করব।’


স্টেডিয়ামের নাম প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে।’


এমএল/