সকালের বৃষ্টিতে ডুবে গেছে সড়ক, ভোগান্তিতে রাজধানীবাসী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪


সকালের বৃষ্টিতে ডুবে গেছে সড়ক, ভোগান্তিতে রাজধানীবাসী
ছবি: সংগৃহীত

সকাল থেকে রাজধানী ঢাকায় প্রায় দুই ঘণ্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে তৈরি হয় জলজট। ফলে সড়কে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাইরে বের হওয়া রাজধানীর মানুষজনকে। 


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে শাহবাগ, কারওয়ান বাজার, পন্টন, মতিঝিল, বাসাবো এলাকা ঘুরে এমন অবস্থা দেখা গেছে ।


আরও পড়ুন: সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব জমা না দিলেই ব্যবস্থা


সরেজমিনে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় অধিকাংশ মানুষজনই ছাতা নিয়ে অপেক্ষা করছেন গন্তব্যের বাসের জন্য। বেশি সমস্যায় পড়েছেন অফিসগামী মানুষজন। তবে অনেকেই জানালেন, বৃষ্টির কারণে আজ সমস্যায় পড়তে হতে পারে এমন ধারণা থেকে নির্ধারিত সময়ের আগেই কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়েছেন তারা। 


বাসাবো এলাকায় গণপরিবহনের জন্য অপেক্ষমাণ জান্নাতুর রহমান পাপ্পা বলেন, খুব সকাল থেকে বৃষ্টি হচ্ছে সেজন্য ভেবেছিলাম যানজট তৈরি হতে পারে। তাই আগেভাগেই অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। এখন দেখছি গণপরিবহন একেবারেই কম। 


আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার


অপরদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ধারাবাহিকতায় আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।


এছাড়া বৃষ্টির ফলে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।


আরএক্স/