দশম গ্রেড চায় সারা দেশের অডিটররা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪


দশম গ্রেড চায় সারা দেশের অডিটররা
ছবি: সংগৃহীত

অডিটর পদকে দশম গ্রেড বাস্তবায়ন চেয়ে বিক্ষোভ অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছে সারাদেশের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অডিটরেরা। 


মঙ্গলবার (৩ সেপ্টম্বর) রাজধানীর কাকরাইলের বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়সহ সারাদেশে সামনে এ বিক্ষোভ-সমাবেশ করা হয়।


সমাবেশ থেকে অডিটরেরা জানান, অডিটর পদে দুই ধরনের গ্রেড বিদ্যমান বেতন বৈষম্য দূর করার জন্য উচ্চ আদালতের রায় এবং আইন উপদেষ্টার ইতিবাচক মতামতের প্রেক্ষিতে অডিটর পদকে ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখ হতে দশম গ্রেড বাস্তবায়ন চান তারা। সমাবেশে থেকে সিএজিকে দ্রুত এ দাবি মেনে নেয়ার কথা বলা হয়। তারা জানান, দশম গ্রেড দাবি নয় বরং এটি তাদের অধিকার। 


আরও পড়ুন: রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অভিযান ‍শুরু


ডিসিএ রংপুরের অডিটরেরা জানান, ২০১৮ সাল থেকে তাদের অধিকার জোরপূর্বক আটকে রাখা হয়েছে। হাইকোর্টের রায়টিকেও বাস্তবায়ন করছে না। সম্প্রতি আইন মন্ত্রণালয়ের মতামতও তাদের পক্ষে রয়েছে তবে তাদের অধিকার দেয়া হচ্ছে না বলেও জানান তারা।


আরও পড়ুন:  বন্যায় নিহত বেড়ে ৭১


সিএজি অফিসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সিএজি এ বিষয়ে ইতিবাচক। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


জেবি/এসবি