এলজিইডি উপদেষ্টার একান্ত সচিব নাছির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ, হাসান আরিফ এর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নাছির উদ্দিন।
সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞপানের দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞপানের বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ, হাসান আরিফ যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মোহাম্মদ নাছির উদ্দিন (১৫৮১১)-কে তার একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
এর আগে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলামের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন মোহাম্মদ নাছির উদ্দিন। তার আগে সাবাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজমেরও একান্ত সচিব ছিলেন তিনি।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

লাল গালিচা দেখে পুলিশের উপর ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রশ্নফাঁস রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে: শিক্ষা উপদেষ্টা

স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে: প্রধান উপদেষ্টা
