Logo

কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় আসামির ফাঁসি রায়

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৪, ০১:২৬
44Shares
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় আসামির ফাঁসি রায়
ছবি: সংগৃহীত

কনস্টেবল পারভেজ হোসাইন হত্যা মামলায় এক আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত

বিজ্ঞাপন

কক্সবাজার শহরে ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসাইন হত্যা মামলায় এক আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত আসামি আবু তাহেরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। 

বিজ্ঞাপন

এসময় বিচারক আরও দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ ও জরিমানার পাশাপাশি মামলার অপর চার আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাসের আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিউদ্দিন মুরাদ এই রায় ঘোষণা করেন বলে জানান, আদালতের অতিরিক্ত কৌসুলি মোজাফফর আহমদ হেলালী।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আবু তাহের (২৮) কক্সবাজার শহরের ঘোনারপাড়ার আবুল কালামের ছেলে।

বিজ্ঞাপন

এছাড়া সাজাপ্রাপ্ত দুই আসামি হল,  শফিউল আলম ওরফে শফি আলম (৩২) কক্সবাজার শহরের ঘোনারপাড়ার শামসুল আলম ওরফে শামছু’র এবং রশিদুল হাসান ওরফে রাশেদুল হাসান ওরফে হাসান দক্ষিন ঘোনারপাড়ার নাজির হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

আইনজীবী মোজাফ্ফর হোসেন হেলালী, বিগত ২০১৫ সালের ২৩ জুলাই কক্সবাজার শহরে ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন। এ মামলায় তদন্ত কর্মকর্তা একই বছরের ২৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমাদেন। আদালত ২০১৯ সালের ১ অক্টোবর অভিযোগ শুনানি করেন। দীর্ঘ বিচারকার্য শেষে আদালতের বিচারক আজকে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি এই কৌঁসুলি।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD