ছাত্রলীগ সন্দেহে ঢাকা কলেজে এক শিক্ষার্থীকে মারধর


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪


ছাত্রলীগ সন্দেহে ঢাকা কলেজে এক শিক্ষার্থীকে মারধর
ঢাকা কলেজ

ছাত্রলীগ সন্দেহ ঢাকা কলেজে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। 

রবিবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২.৩০ ঘটিকায় কলেজ ক্যাম্পাসের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরে শিক্ষকদের উপস্থিতিতে উদ্ভূত সমস্যার মিমাংসা করা হয়।


আরও পড়ুন: হাসিনা সরকার পতনের একমাস, ঢাকা কলেজে শহিদী মার্চ পালন


মারধরের শিকার ঐ শিক্ষার্থীর নাম শাহিন আলম। তিনি ঢাকা কলেজ ২০২১-২০২২ সেশনের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।


প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গত দুইমাস আগে কলেজের বাসের সিটে বসাকে কেন্দ্র করে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন অনার্স চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী অনিককের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন ছাত্রলীগ পরিচয়ে হলের ছাত্রলীগের ৮-১০ জন সাথে নিয়ে ঢাকা কলেজের চলন্ত বাস থামিয়ে শিক্ষকদের অনুরোধ উপেক্ষা করে জুনিয়র হয়ে সিনিয়র অনিককে মারধর করে। 


হিসাববিজ্ঞান বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, সে(শাহিন) বিগত সময়ে ছাত্রলীগ পরিচয় দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হেনেস্তা করেছে। এখন স্বৈরাচারের পতনের পরে সে ক্যাম্পাসে আসায় ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা প্রতিশোধ নিতে তাকে মারধর করেছে। ছাত্রলীগ করার পরেও সে হলে সিট পেয়েছে আমরা তার হলের সিট বাতিল চাই। 


আরও পড়ুন: ঢাকা কলেজে প্রভাব বিস্তারের অভিযোগ প্রধান সমন্বয়ক নাজমুলের বিরুদ্ধে


মারধরের শিকার শাহিন আলমের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।


ঘটনা প্রসঙ্গে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আ.ক.ম রফিকুল আলম বলেন, যদি কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তাহলে বিভাগের শিক্ষকদের জানাতে হবে, সংশ্লিষ্ট বিভাগ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এভাবে শিক্ষার্থীদের আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না।


এসডি/