Logo

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল ৩ জনের

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৪, ২০:৫৫
34Shares
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

সকাল ৯টার দিকে নগরীর বয়রা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খুলনা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ৩ শ্রমিক মারা গেছেন।

মঙ্গবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নগরীর বয়রা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিরা- মো. আশরাফুল, মামুন ও রাব্বি। তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবনটির ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতাবসত আশরাফুল, মামুন ও রাব্বি ছাদ থেকে পড়ে যান। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন। তিনি বলেন, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনে শ্রমিকরা নির্মাণ কাজ করছিল বলে শুনেছি।

সেখানে অসাবধানতাবশত ৫তলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD