কালীগঞ্জে নিহত ৪ ছাত্রশিবির কর্মীর নামে সড়কের নামকরণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৪


কালীগঞ্জে নিহত ৪ ছাত্রশিবির কর্মীর নামে সড়কের নামকরণ
ছবি: প্রতিনিধি

বিচার বহির্ভুতসহ হামলায় নিহত ছাত্র শিবিরের নেতাকর্মীদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জে সড়কের নামকরণ করা হয়েছে।


আরও পড়ুন: ঝিনাইদহে দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ


বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শহরের বিভিন্ন এলাকায় নিহতের নামে নামফলকের উদ্বোধন করা হয়। সেসময় জেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুজ্জামান মিঠু, উপজেলা জামায়াতের নায়েবে আমির আবু তালিবসহ নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শুরুতে কালীগঞ্জ গান্না সড়কের চাপালি সড়কে শিবির কর্মী আবুজর গিফারীর স্মরণে সড়কের নামকরণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন সড়কে শিবিরকর্মী আসলাম হোসাইন, শামীম মাহমুদ, মহিউদ্দিন সোহানের নামে সড়কের নামকরণ করা হয়। সড়কের নাম ফলক উদ্বোধন শেষে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


আরও পড়ুন: ভুয়া নার্স বিতারিতসহ ১১ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধ, সিএস অফিস ঘেরাও


১৯৮৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির কর্মী আসলাম হোসেন, ২০১৬ সালে আবুজর গিফারী, শামীম মাহমুদ ও মহিউদ্দিন সোহাগকে হত্যা করা হয়।


এসডি/