কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা: রোগি শূণ্য হাসপাতাল
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৪
কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর জেরে চিকিৎসক ও নার্সদের মারধর এবং ভাংচুরের প্রতিবাদে দ্বিতীয় দিনের সর্বাত্বক কর্মবিরতি অব্যাহত রয়েছে। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারিদের দ্বিতীয় দিনের এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে প্রাইভেট চেম্বার রোগি দেখানোও বন্ধ করে দেয়া হয়েছে। কর্মসূচির পক্ষে মাঠে নেমেছে কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও।
আরও পড়নু: খুলনায় অপহৃত স্কুলছাত্রী ৭ দিন পর কক্সবাজার থেকে উদ্ধার
এ পরিস্থিতি কক্সবাজার জেলা হাসপাতালে ভর্তি হওয়া সাড়ে ৫ শতাধিক রোগি অন্যত্রে চলে যাওয়ায় হাসপাতাল রোগি শূন্য রয়েছে। যদিও সীমিত পরিসরে জরুরি বিভাগে রোগির সেবা দেয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে ৪ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ অব্যাহত রয়েছে। এতে রোগী ও স্বজনরা চরম দুর্ভোগে পড়েছেন।
যদিও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় বুধবার রাতে আহত চিকিৎসক ডা. সজীব কাজী বাদি হয়ে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান।
গ্রেফতাররা হলেন, কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার মোহাম্মদ সেলিম রেজার ছেলে তাহসিন মোহাম্মদ রেজা (২৫), তামিম মোহাম্মদ রেজা (২২)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান বলেন, কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কার্ডিওলজি (সিসিইউ) বিভাগের ভেতর চিকিৎসক ও ওয়ার্ড কর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় ডা. সজীব কাজী মামলা দায়ের করেন। মামলায় ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। এতে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃতদের দুইজনকে ৭দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত তাদের কারাগারে প্রেরণ করে রিমান্ড শুনানির জন্য পরবর্তি সময় নির্ধারণ করেছে।
আরও পড়ুন: কক্সবাজারে চিকিৎসককে মারধর ও ভাংচুর, চিকিৎসা সেবা বন্ধ
এদিকে বৃহস্পতিবার বেলা ১১ টায় চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করছেন। তারা বলছেন, দাবি মানা না হলে জরুরি বিভাগের চিকিৎসা সেবা প্রদানও বন্ধ করে দেবেন।
৪ দফা দাবি সমুহ হল, ১. প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের যথাযথ উদ্যোগ গ্রহণ, গ্রেফতারদের নাম পরিচয় ছবিসহ গণমাধ্যমে প্রকাশ করতে হবে। ২. সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা কমচারি, সর্বোপরি হাসপাতালের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৩. ভাঙচুরের ঘটনায় সন্ধ্যার মধ্যে হাসপাতাল প্রশাসনের মামলা দায়ের করতে হবে। ৪. আহত চিকিৎসককে পরিপূর্ণ চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশেকুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাসপাতালের সিসিইউতে ভর্তি আবদুল আজিজ নামের এক রোগীর মৃত্যু হয়। তিনি শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা। এ ঘটনার জের ধরে কর্তব্যরত চিকিৎসক সজীব কাজীকে মারধর করেন। এ সময় আইসিইউ, সিসিইউসহ হাসপাতালে ভাঙচুর চালানো হয়। পরে ঘটনার প্রতিবাদে চিকিৎসাসেবা বন্ধ করে কর্মবিরতিতে যান হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মীরা। এরপর থেকে জরুরী বিভাগ খোলা থাকলেও আবাসিক চিকিৎসা বন্ধ আছে। ভর্তি রোগিরাও বুঝতে পেরে অন্যত্রে চলে গেছে। নানা দাবি নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ চলছে।
আরও পড়ুন: কক্সবাজারে নিখোঁজ পর্যটকের ২০ ঘন্টার পর মৃতদেহ উদ্ধার
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো বলেন, কক্সবাজার সদর হাসপাতালের ভাঙচুর নিয়ে কমিটি করা হয়েছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করলে শুধুমাত্র জরুরি বিভাগ ছাড়া আর কোথাও চিকিৎসা সেবা দিতে রাজি হচ্ছে না চিকিসক, নার্সসহ কর্মচারিরা। হাসপাতালের পক্ষে সন্ধ্যার আগে মামলা হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেয়া হচ্ছে।
এসডি/