Logo

মনে হচ্ছে আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে: ক্রীড়া উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০১:১১
93Shares
মনে হচ্ছে আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে: ক্রীড়া উপদেষ্টা
ছবি: সংগৃহীত

নতুন করে ক্রীড়া ফেডারেশন সাজাতে তৈরি হয়েছে সার্চ কমিটি

বিজ্ঞাপন

এক মাসের বেশি সময় হলো দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। যুব ও ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেশের ক্রীড়াঙ্গন সম্পর্কে ধারণা নিতে নিতেই কেটেছে এই সময়। ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগও নিয়েছেন তিনি। দেশের সব ক্রীড়া ফেডারেশনে বইছে পরিবর্তনের হাওয়া। দেশের সব বিভাগীয় ও জেলা-উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়েছে। দেশের ৪৫টি ক্রীড়া ফেডারেশনের সভাপতিদের অব্যাবহতি দেওয়া হয়েছে। নতুন করে ক্রীড়া ফেডারেশন সাজাতে তৈরি হয়েছে সার্চ কমিটি।

দায়িত্ব নেয়ার পর থেকেই ক্রীড়াঙ্গনে সংস্কারের কথা বলছেন ক্রীড়া উপদেষ্ঠা আসিফ মাহমুদ। তারই অংশ হিসেবে বৃস্পতিবার (১২ সেপ্টেম্বর) গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে যান তিনি। মূলত স্টেডিয়ামের দোকানগুলোর প্রকৃত চিত্র দেখতেই বৃহস্পতিবার বিকালে হঠাৎ পরিদর্শনে যান আসিফ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেন তিনি। সরেজমিনে সেখানকার চিত্র দেখে হতাশ হয়েছেন ক্রীড়া উপদেষ্টা। পরিদর্শনের বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন। নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফেসবুকে লিখেন, ‘মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে।’

'বৃস্পতিবার এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। ২০-২২ টাকা প্রতি বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো ১৭০ থেকে ২২০ টাকা প্রতি বর্গফুট করে ভাড়া দিচ্ছে।'-যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনএসসির সুষ্ঠু তদারকি না থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার বলে মনে করেন আসিফ। তিনি বলেন, ‘অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না। অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি গেছে।’

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD