ফুলবাড়িয়ায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

উদ্যোগে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞাপন
ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে এ মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন জোবায়ের, উপজেলা আনসার ভিডিপি অফিসার রত্মা ইসলাম, থানার প্রতিনিধি এস আই আশরাফ হোসেন, ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমীর মু. কামরুল হাসান মিলন, উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, পৌর বিএনপি’র আহ্বায়ক এ.কে.এম শমসের আলী, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাইদুর রহমান রয়েল, সাংবাদিক মো. নুরুল ইসলাম খান, সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট, ফুলবাড়িয়া উপজেলা শাখার আহবায়ক সনজীব রতন দে, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল রতন দে প্রমুখ। বিভিন্ন মন্দিরের সমস্যার কথা তুলে ধরলে তা সমাধানের আশ্বাস দেন উপজেলা প্রশাসন।
এ সময় সহকারী কমিশনার ও পৌর প্রশাসক সেলিনা আক্তার, পিআইও সাখাওয়াত হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এবার ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৬টি মন্ডপে দূর্গাপূজা উদযাপন হবে।
বিজ্ঞাপন
এমএল/
বিজ্ঞাপন








