Logo

ইসরায়েলি হামলা থেকে বেঁচে আছেন হিজবুল্লাহ প্রধান

profile picture
জনবাণী ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০৮
169Shares
ইসরায়েলি হামলা থেকে বেঁচে আছেন হিজবুল্লাহ প্রধান
ছবি: সংগৃহীত

চালানো এ হামলার লক্ষ্য হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ছিল বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম গুলো।

বিজ্ঞাপন

লেবাননের রাজধানী বৈরুতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর)  চালানো এ হামলার লক্ষ্য হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ছিল বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম গুলো।  

বিজ্ঞাপন

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানায়, বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছেন তারা।

বিজ্ঞাপন

হামলার সময় নাসরুল্লাহ সদর দপ্তরে ছিলেন বলে দাবি করেছে ইসরায়েল।

বিজ্ঞাপন

তিনি এই হামলায় আহত হয়েছেন, নাকি নিহত হয়েছেন সেটি এখনও নিশ্চিত করেনি দেশটি।  

বিজ্ঞাপন

তবে নাসরুল্লাহর খুব কাছের মানুষদের বরাতে রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক বার্তাসংস্থা জানান, হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন।

হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ বেঁচে গেলেও এই হামলায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। হামলায় দাহিয়ে এলাকায় বেশ কয়েকটি উঁচু ভবন ধসে গেছে। ভবনের ধ্বংসস্তূতের নিচে অনেকে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে অন্তত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বিজ্ঞাপন

এই হামলার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণে বলেন, লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না। এসময় ইরানকে সতর্ক করে দিয়ে নেতানিয়াহু বলেন, “যদি আপনি আমাদের আঘাত করেন, আমরা আপনাকে আঘাত করব।”

বিজ্ঞাপন

এদিকে, নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সাথে সাথে কয়েকশ কূটনীতিক প্রতিবাদে ওয়াক আউট করেন। তার ভাষণের সময় প্রথমেই তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। এরপর একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন।  

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD