শিক্ষককে পিটিয়ে হত্যা, খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৪


শিক্ষককে পিটিয়ে হত্যা, খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
ফাইল ছবি

খাগড়াছড়িতে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। নিহত আবুল হাসনাত সোহেল (৪৮) খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সিভিল কন্সট্রাকশন এন্ড সেফটি বিভাগের ইন্সট্রাকটর হিসেবে কর্মরত ছিলেন। 


বুধবার (১ অক্টোবর)  দুপুরে এ ঘটনা হয়। পরে এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পরে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 


আরও পড়ুন: পাচার অর্থ ফেরাতে বিদেশে দুদকের ৭১ চিঠি


তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।


আরও পড়ুন: যোগদান না করা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


এর আগে গেল ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষে নিহত হন ৩ জন। সে সময় লারমা স্কয়ারে অগ্নিসংযোগে অন্তত ১২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 


দীঘিনালার এ সংঘর্ষ পরে রাঙামাটি ও বান্দরবানেও ছড়িয়ে পড়ে। 


জেবি/এসবি