গাজার কেন্দ্রীয় মসজিদে ইসরায়েলি হামলায় নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার কেন্দ্রীয় মসজিদে দখলদার ইসরায়েল বাহিনীর হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন।
রবিবার (৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আলজাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছে, দেইর আল-বালাহ এলাকার ওই মসজিদে ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবে ব্যবহার করছিল হামাস। যার কারণে তারা সেখানে বোমা হামলা চালিয়েছে।
আরও পড়ুন: হিজবুল্লাহর সম্ভাব্য শীর্ষনেতা নিখোঁজ
এই হামলায় দখলদারদের হামলায় ১৮ জন নিহতের পাশাপাশি অনেকেই আহত হয়েয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের খুঁজে বের করার চেষ্টা করছেন।
গেল বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দখলদারদের হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার ৮২৫ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় এক লাখ।
আরও পড়ুন: নাসরুল্লাহকে অস্থায়ীভাবে গোপন স্থানে সমাহিত করা হয়েছে
এ ছাড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। বাস্তুচ্যূত হয়েছেন প্রায় ২৩ লাখ মানুষ।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি করতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা এখনো সফল হয়নি। যুদ্ধের অবসান ঘটাবে, এমন চুক্তি চায় হামাস। অন্যদিকে হামাসকে নিশ্চিহ্ন করার মাধ্যমেই যুদ্ধের পরিণতি সম্ভব বলে দাবি ইসরায়েলের।
জেবি/এসবি