Logo

দুর্গাপূজায় জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: আইজিপি

profile picture
জনবাণী ডেস্ক
৮ অক্টোবর, ২০২৪, ০২:২৭
30Shares
দুর্গাপূজায় জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: আইজিপি
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে

বিজ্ঞাপন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মইনুল ইসলাম জানিয়েছেন, দুর্গাপূজাকে ঘিরে জঙ্গি হামলা বা তৎপরতার সুযোগ নাই। তবে কোনো ধরনের অপতৎপরতার চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর)  রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর তাগিদ দেয়া হয়েছে জানিয়ে আইজিপি বলেন, “দুর্গাপূজায় আনসার-ভিডিপি মোতায়েন থাকবে। এছাড়া সশস্ত্র বাহিনী মোতায়ানসহ থাকবে বিশেষায়িত পুলিশ বাহিনীও। পূজা মণ্ডপগুলোতেও ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবকরা থাকবেন। এছাড়া গুজব রোধে সাইবার নজরদারি রয়েছে। প্রস্তুত আছে ট্রিপল নাইন। প্রতিটি জেলা, উপজেলায় নজরদারি রয়েছে বলেও জানান আইজিপি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “জেল থেকে জামিনে যারা বের হয়েছে তাদের ওপর আমাদের নজরদারি অব্যাহত আছে। কেউ যদি আবারও কোনো সন্ত্রাসী কার্যক্রম বা জঙ্গি কার্যক্রমে জড়িত হয় তাদের আর বাইরে আসার সুযোগ নেই।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD