বাড়ছে পূজার ছুটি

পূজার ছুটি এক দিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে।
বিজ্ঞাপন
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৮ অক্টোবর) এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
বিজ্ঞাপন
মাহফুজ সাংবাদিকদের বলেন, “পূজার ছুটি এক দিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পুলিশের ডিআইজিসহ ৩০ কর্মকর্তাকে বদলি
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুসারে, আগামী ১৩ অক্টোবর, রবিবার পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপূজায় মোট ৪ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, “দেশের মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত চলছে, সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার। দুষ্কৃতকারীদের ধরতে সরকার সচেষ্ট আছে। কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না।”
জেবি/এসবি
বিজ্ঞাপন








