পূজামন্ডপে যেকোন অপতৎপরতা মোকাবেলায় নৌবাহিনী প্রস্তুত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে পূজামন্ডপ ঘুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন নৌবাহিনীর বানৌজা শের-ই-বাংলা নৌঘাটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের বাহেরচর বাজারে অবস্থিত সাবর্জনীন শ্রী শ্রী দুর্গা মন্দির ও ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারের সার্বজনীন শ্রী শ্রী মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
আরও পড়ুন: দুমকিতে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সঙ্গে আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন নৌবাহিনীর এই কর্মকর্তা। এসময় নৌবাহিনীর রাঙ্গাবালীতে দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজ শিকদার এবং রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারৎ হোসেন উপস্থিত ছিলেন।
পরে বানৌজা শের-ই-বাংলা নৌঘাটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী বলেন, ‘শারদীয় দুর্গাপূজাকে উৎসবমুখর ও সাফল্য মন্ডিত করার লক্ষ্যে সমগ্র বাংলাদেশে সশস্ত্র বাহিনী, স্থানীয় প্রশাসন এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
আরও পড়ুন: এক ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৮৪০ টাকায়
তিনি আরও বলেন, পূর্জমন্ডপের নিরাপত্তার স্বার্থে নৌবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিনিয়ত আমাদের নৌবাহিনীর সদস্যরা পূজামন্ডপগুলোতে টহল দিচ্ছে। যেকোন অপতৎপরতা মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী সদা প্রস্তুত রয়েছে। নৌবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, পুলিশ, আনসার এবং স্বেচ্ছাসেবকরা ২৪ ঘন্টা উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চত করছে। দেশের স্বার্থবিরোধী অপতৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে যাচ্ছে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তালতলীতে তরমুজের লোভ দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা

ঈদের মাঠে ইমামকে হত্যা চেষ্টা, চাপাতিসহ যুবক আটক

পাথরঘাটায় জেলের জালে ৩৪ কেজি ভোল মাছ বিক্রি হল সাড়ে ৯ লাখ টাকায়

উজিরপুরে প্রটেক্ট ছাড়াই মৎস্য ঘের ও মুরগীর ফার্ম, স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ
