এক ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৮৪০ টাকায়


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৪


এক ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৮৪০ টাকায়
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় বেল্লাল নামের এক জেলের জালে  ২ কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছিল। মাছটি  ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি হয়েছে।


মঙ্গলবার (৮ অক্টোবর) কুয়াকাটা এলাকার জেলে মো. আলমাসের জালে মাছটি ধরা পড়ে।  কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস আড়তে মাছটি নিয়ে যান তিনি। সেখানে নিলামে ওঠানো হলে মো. হাসান নামের এক ব্যক্তি ৬ হাজার ৮৪০ টাকায় ইলিশটি ক্রয় করেন।


আরও পড়ুন: জেলের জালে ধরা পড়েছে জোড়া পাখি মাছ


স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুম গণমাধ্যমকে জানান, ৬ হাজার ৮৪০ টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেন।


আরও পড়ুন: কলাপাড়ায় করলার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  



জেলে মো. আলমাস বলেন, মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়ে বরাবরের মতো হাইরচর নামক স্থানে জাল ফেলি। এ সময় বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের দামও একটু বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।


মনি ফিসের পরিচালক রুবেল ঘরামী বলেন, “এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে প্রতিমণ ১ লাখ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয় মাছটি। এতে মাছটির মূল্য হয়েছে ৬ হাজার আটশত চল্লিশ টাকা।”


এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটি আসলেই ভালো খবর। এই সাইজের মাছ মূলত গভীর সমুদ্রের থাকে, সমুদ্রের মোহনায় পলি পড়ার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্রের মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।”


জেবি/এসবি