অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৪


অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই
ফাইল ছবি

না ফেরার দেশে পাড়ি জমালেন একুশে পদকপ্রাপ্ত টেলিভিশন ও মঞ্চ নাটকের অভিনেতা  জামালউদ্দিন হোসেন। 


শনিবার (১২ অক্টোবর) কানাডার ক্যালগিরিতে রকিভিউ হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।


তিনি দীর্ঘ দিন ধরে মেয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। কিছুদিন আগে কানাডায় ছেলের কাছে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।


আরও পড়ুন: ছোটবেলার পূজা অনেক গর্জিয়াস ছিল: অপু বিশ্বাস



জামালউদ্দিন হোসেনের মৃত্যুর খবরটি যুক্তরাষ্ট্র থেকে নিশ্চিত করেন অভিনেতা-নাট্যপরিচালক শামসুল আলম বকুল।


পারিবারিক সূত্রে জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে জামালউদ্দিন হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।


তার ছেলে ক্যালগিরির মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক তাসফিন হোসেন তপু।


সত্তরের দশকের মাঝামাঝি থেকে তার মঞ্চ নাটকে অভিনয় জীবন শুরু করেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। তার স্ত্রী রওশন আরা হোসেনও একজন অভিনয় শিল্পী। জামালউদ্দিন হোসেন গত ১৫ বছর ধরে অভিনয়ে একেবারে অনিয়মিত। গত ৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন মেয়ের সঙ্গে।


আরও পড়ুন: তৃতীয় বিয়ে প্রসঙ্গে শাকিব খান বললেন, মানুষ একা থাকতে পারে না


জামালউদ্দিন হোসেন নাগরিক নাট্য সম্প্রদায় ছেড়ে একসময় প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ছিলেন জামালউদ্দিন হোসেন। বিটিভিতে অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অনেকগুলো মঞ্চ নাটকে নির্দেশনা দিয়েছেন।


তার নির্দেশিত আলোচিত কয়েকটি নাটকের মধ্যে আছে চাঁদ বণিকের পালা, খাঁচার ভিতর অচিন পাখি, রাজা রাণী, বিবি সাহেব, যুগলবন্দি।


জেবি/এসবি