প্রথমবারের মতো ইসরায়েলের বাসিন্দাদের সরে যেতে বললো হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৪
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এই প্রথম উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরানপন্থি এই গোষ্ঠী গেল বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলে লাগাতার হামলা চালাচ্ছে। এরইমধ্যে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার হিজবুল্লাহর আক্রমণের ভয়ে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে অন্তত ৬০ হাজার মানুষকে ইহুদি বসতি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
শক্রবার (২৫ অক্টোবর) দিবাগত ভোর রাতে ইরানের মাটিতে বিমান হামলা চালানোর পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হিজবুল্লাহ। এতোদিন লেবাননের হামলার আগে সতর্কবার্তা পাঠাতো ইসরায়েলি সামরিক বাহিনী। অনেক সময় সেটাও নীতি মেনে করা হয়নি। এবার আক্রমণ সম্পর্কে ইসরায়েলের বাসিন্দাদের জন্য নির্দেশনা দিল হিজবুল্লাহ। এতে ভয়াবহ হামলার আশঙ্কা করা হচ্ছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।
আরও পড়ুন: কংগ্রেস-বিজেপির সংঘর্ষে ১৫ সাংবাদিক আহত
প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ এক মিনিটের ভিডিওটি উত্তর ইসরায়েলের বাসিন্দাদের প্রথম জোরপূর্বক সরিয়ে নেওয়ার আদেশ। এই সতর্কতা লেবাননের সীমান্ত থেকে ৩ কিমি থেকে ২২ কিমি পর্যন্ত ইসরায়েলের উত্তর অংশে অবস্থিত ২৫টি বসতি অঞ্চলের জন্য। বলা হচ্ছে, এই এলাকায় প্রায় ২ লাখ ইসরায়েলি নাগরিকের বাস।
আরও পড়ুন: দিল্লি'র কোন এলাকায় আছেন শেখ হাসিনা, জানাল ভারতীয় গণমাধ্যম
এই সতর্কবার্তা ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এই নতুন উত্তেজনার আরেকটি স্তর হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার হিজবুল্লাহ বলেছে, “২৪ ঘণ্টা সময়ের মধ্যে ৪৮টি অপারেশনসহ ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক অভিযান পরিচালনা করেছে তারা। গত সপ্তাহে উত্তর ইসরায়েলে রকেট এবং ড্রোন আক্রমণও করেছে গোষ্ঠীটি।”
জেবি/এসবি