Logo

সদরপুরে ইলিশ শিকারের দায়ে ৯ জেলের কারাদণ্ড

profile picture
জনবাণী ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৪, ০৫:৩৬
25Shares
সদরপুরে ইলিশ শিকারের দায়ে ৯ জেলের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

কারাদণ্ড শেষে আসামীদের ফরিদপুর জেল হাজতে

বিজ্ঞাপন

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা আড়িয়াল খাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯ জেলে কে আটক করেছে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলে কে ৭ দিনের বিনাস্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। কারাদণ্ড শেষে আসামীদের ফরিদপুর জেল হাজতে প্রেরন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযান প্রসঙ্গে নির্বাহী হাকিম জানান, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যহত থাকবে।

আটককৃত জেলেরা হলেন, আশিরুল ইসলাম (৩০), আল-আমিন শরীফ (২৫), মোঃ সাদ্দাম হোসেন (৩২), খোকন খা (৩০), শেখ হাসান (২৯), শুকুর মাদবর (৫৭), মনোয়ার বেপারী (৪৫), আলী আকবর (৩৮), আফজাল মোল্লা (৪৮)। 

বিজ্ঞাপন

এর চরনাসিরপুর, ঢেউখালী, নারিকেল বাড়িয়া ও শিবচর উপজেলার  বিভিন্ন গ্রামের বাসিন্দা। 

বিজ্ঞাপন

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সদরপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

বিজ্ঞাপন

অভিযানকালে অসাধু জেলেদের নিকট থেকে প্রায় ৪০ কেজি মা ইলিশ জব্দ করে। জব্দকৃত ইলিশ উপজেলার কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিরতরণ করেন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD