Logo

খুলনার রূপসায় অস্ত্র, মাদকসহ ৪ ডাকাত আটক

profile picture
জনবাণী ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৪, ০৩:৪৬
18Shares
খুলনার রূপসায় অস্ত্র, মাদকসহ ৪ ডাকাত আটক
ছবি: সংগৃহীত

সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

খুলনার রূপসায় যৌথ অভিযানে বোমা, অস্ত্র-গুলি ও মাদকসহ সক্রিয় ডাকাত চক্রের প্রধানসহ ৪সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দিবাগত রাত (৩০ অক্টোবর) সোয়া ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড তাজা বুলেট, ৩টি দেশীয় হাত বোমা, ১শ’ পিস ইয়াবা এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্রসহ সক্রিয় ডাকাত চক্রের ৪ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

বুধবার (৩০ অক্টোবর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ অক্টোবর ২০২৪ তারিখ বুধবার রাত ০০১৫ ঘটিকায় খুলনা জেলার রূপসা উপজেলার ঘুপিয়ার খাল ঘের এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাত চক্র কর্তৃক দখলকৃত ঘেরের পানির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ০১ টি দেশীয় ওয়ান শুটার গান এবং ঘেরের মাচাঘর তল্লাশি করে ০২ রাউন্ড তাজা কার্তুজ, ০২ রাউন্ড তাজা বুলেট, ০৩ টি দেশীয় হাত বোমা, ১০০ পিস ইয়াবা, ০৩ টি দেশীয় ধারালো অস্ত্র এবং ০৪ টি মোবাইল ফোন সহ সক্রিয় ডাকাত চক্রের সদস্য সাব্বির হোসেন (৩৪) সহ তার ০৩ জন সহযোগীকে  আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে জোরপূর্বক অন্যের ঘের দখল, ডাকাতি এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জব্দকৃত অস্ত্র, হাত বোমা, মাদক, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ রূপসা থানায় হস্তান্তর করা হয়।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

খুলনার রূপসায় অস্ত্র, মাদকসহ ৪ ডাকাত আটক