কুষ্টিয়ায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ২ যুবক গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪

কুষ্টিয়ায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে প্রক্সি দিতে এসে পুলিশের হাতে দুই যুবক গ্রেফতার হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নব্য কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১ টার সময় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সামনে থেকে সন্দেহজনকভাবে আটকের পর জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেওয়ার পর তাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত দুই যুবক শেরপুর সদর উপজেলার চক সাহাবদ্বী এলাকার নাজমুল হোসেনের ছেলে এ.এইচ.এম অপু হোসাইন (২৫) ও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার মিরকুমুল্লী এলাকার শহিদুর রহমানের ছেলে মো. ইমরান হোসেন (২৬)।
পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া ডিবি পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপনের সংবাদের ভিত্তিতে
পুলিশ জানতে পারে পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দেওয়ার জন্য টাঙ্গাইল সহ বিভিন্ন জেলা হতে একটি চক্র কুষ্টিয়া, যশোর জেলাসহ বিভিন্ন জেলায় এসেছে। উক্ত সংবাদের ভিত্তিতে লিখিত পরীক্ষা চলাকালীন সময়ে পুলিশ লাইন্সের মেইন গেটের সামনে বেলা অনুমান ১১ টার সময় একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়।
পুলিশ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে অসলগ্ন কথাবার্তা বলতে দেখে আরও সন্দেহ হয়। একপর্যায়ে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে তার নাম এ.এইচ.এম অপু হোসাইন, ঠিকানা শেরপুর জেলায় বলে জানায়।ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে তার সাথে আসা অন্য একজন ব্যক্তি পুলিশ লাইন্স স্কুলে অনুষ্ঠিত টিআরসি লিখিত পরীক্ষা দিতে গেছে। পরবর্তীতে তার সহযোগী সদস্য ইমরান হোসাইন ২নং গেইট দিয়ে বাহির হওয়ার সময় এ.এইচ.এম অপু হোসাইন এর দেখানো মতে পুলিশ ফোর্সের সহায়তায় ইমরান হোসাইনকে আটক করে।
আটকের পর সে স্বীকার করে যে, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়া এলাকার বাদশা ইসলাম (১৯) নামের এক যুবকের সাথে ৭০ হাজার টাকার বিনিময়ে বাদশার পরিবর্তে টিআরসি লিখিত পরীক্ষা দেওয়ার জন্য এসেছে এবং সে বাদশা ইসলাম এর লিখিত পরীক্ষা দিয়েছে। পরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুইজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা আরও স্বীকার করেছে যে তারা ২ জন সহ মোট ৪ জন টাঙ্গাইল থেকে গত রাতে রওনা দিয়ে সকালে ২ জন কুষ্টিয়াতে নেমেছে এবং বাকি ২ জন যশোর জেলায় গেছে। কুষ্টিয়া ডিবি পুলিশ যশোর জেলার খোঁজ নিয়ে জানতে পারে যশোর জেলায় যাওয়া সরোয়ার হোসেন ও রাসেল নামের দুইজন একই ঘটনার অপরাধে যশোর জেলার ডিবি পুলিশের হাতে ধরা পড়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসায়ী গুলিবিদ্ধ
গ্রেফতারকৃত দুইজন ও এর সাথে জড়িত দালাল চক্র এবং মূল পরীক্ষার্থী সহ মোট ৬ জনের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. আলহাজ হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে আসা দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। আসামীদের আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য কুষ্টিয়া মডেল থানায় প্রেরন করা হয়েছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শিক্ষার্থীদের চমকে দিতে স্কুল ব্যাগ নিয়ে হাজির ইউ এনও

তালায় ভয়াবহ ভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু

অসুস্থ নারীকে সরকারি অফিসে তালাবন্ধ করে চলে গেলেন কর্মকর্তারা!

চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির পথসভায় সংগঠনের আহবায়ক নাহিদ ইসলাম
