সংগঠনকে নিষিদ্ধ করার আগে তদন্ত করা হবে: মাহফুজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৬ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, কোন সংগঠনকে নিষিদ্ধ করার আগে তদন্ত করা হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইসকন নিষিদ্ধের ব্যাপারে সরকারের অবস্থান নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
আরও পড়ুন: আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় মামলা হয়েছে আরও মামলা হবে।
তিনি বলেন, দেশের সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলো মিলে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা রোধ করতে পেরেছে। বিএনপি ও জামায়াত ঐক্যের ব্যাপারে একমত রয়েছে। দেশে যে উত্তেজনা চলমান রয়েছে সেগুলো রোধে সব দলকে সাথে নিয়ে প্রশমনে কাজ করা হবে।
আরও পড়ুন: আইনজীবী সাইফুলের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা
তিনি আরও বলেন, জনগণকে ঐক্যবদ্ধ রাখার প্রক্রিয়া জারি থাকলে আর কখনোই স্বৈরাচার ফাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়াতে পারবে না।
এমএল/