Logo

শাকিবের সঙ্গে কাজ না করা প্রসঙ্গে যা বললেন দীঘি

profile picture
জনবাণী ডেস্ক
১ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪৭
49Shares
শাকিবের সঙ্গে কাজ না করা প্রসঙ্গে যা বললেন দীঘি
ছবি: সংগৃহীত

শিশুশিল্পী হিসেবে সিনেমাতে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন এই অভিনেত্রী।পেয়েছেন দর্শক মহলের বেশ প্রশংসা।  শিশুশিল্পী হিসেবে সিনেমাতে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে মূল নায়িকা হিসেবে কাজ করছেন এই অভিনেত্রী।

এদিকে ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। যার সঙ্গে জুটি বেঁধে হালের প্রায় সব নায়িকাই কাজ করছেন। তবে সে ক্ষেত্রে ভিন্ন দীঘি। জানালেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে সিনেমা করার ইচ্ছে নেই তার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই বিষয়ে দীঘি বলেন, শাকিব খানের সঙ্গে তার ছোটবেলায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যেখানে শাকিব খান তার চাচার চরিত্রে অভিনয় করেছিলেন। সেখানে আমি তার পরিবারের সদস্য, বিশেষত তিনি চাচার চরিত্রে অভিনয় করেছে। বড় হওয়ার পর সেই সম্পর্ক ভেঙে অন্য ধরনের চরিত্রে কাজ করা আমার কাছে বেশ অস্বস্তিকর মনে হয়।

তিনি আরও যোগ করেন, আমি এমন একটি জায়গায় কাজ করতে চাই যেখানে আমি স্বাচ্ছন্দ্যবোধ করব। শাকিব খান অবশ্যই একজন সুপারস্টার, তবে আমি মনে করি আমার পেশাগত দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তটি যথাযথ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দীঘি বলেন, শাকিব খানের সঙ্গে আমাকে মনে হয় পর্দায় কখনো দেখা যাবে না। কারণ, মানুষ ছোট বেলায় আমাকে তার সঙ্গে অনেকবার দেখেছে। বলিউডে এমন অনেক হয়েছে। কারণ, তাদের দর্শকরা অনেক স্মার্ট কিন্তু বাংলাদেশের দর্শক আরও বেশি স্মার্ট।

শাকিব খানের সঙ্গে কাজ না করতে পেরে কোনো আফসোস নেই উল্লেখ করে অভিনেত্রী দীঘি বলেন, আসলে আমার বাবা সবসময় বলে শাকিবকে তোমরা এখন দেখছো সে কী করে, কোথায় যায়, কীভাবে কী কাজ করে? আমরা সেই আগেই থেকেই তার স্ট্রাগল পিরিয়ড দেখছি। আমরা তখন তার সেই স্ট্রাগল দেখেই বুঝেছিলাম শাকিব অনেকদূরে যাবে। বাবার মতো আমিও বলি যে এখন শাকিব খানের সিনেমা দেখতে যেভাবে দর্শক হলে যায়। আমি যখন তার সঙ্গে ছোট বেলায় বিভিন্ন চরিত্রে কাজ করেছি ঠিক তখনও দর্শক হলে গিয়ে সিনেমা দেখে তার প্রশংসা করেছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD