Logo

ইসির সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক বুধবার

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৪
30Shares
ইসির সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক বুধবার
ছবি: সংগৃহীত

ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার

বিজ্ঞাপন

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের (ইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সৌজন্য সাক্ষাৎ বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে উল্লেখ করা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাতের জন্য বুধবার বিকেল ৩টায় সময় দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। এরপর আত্মগোপনে চলে যায় দলটির প্রভাবশালী এমপি-মন্ত্রী এবং দলের সর্বস্তরের নেতাকর্মীরা। পরে ৫ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমন পরিস্থিতির মধ্যে গত ২১ নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। নতুন এই কমিশনের ওপর আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD