দুমকিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চাঁদনীর অনশন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪
পটুয়াখালীর দুমকিতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে দুই দিন যাবত অনশননে বসেছে চাঁদনী নামের এক তরুণী।
আরও পড়ুন: দুমকি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরি
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার লেবুখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হারুন আর রশিদ মাস্টারের বাড়িতে তার ছেলে হাসান মাহমুদ সাজনের সাথে বিয়ে দাবিতে চাঁদনী নামে এক মে অনশন করছে। রবিবার সকাল ৯টা থেকে প্রেমিক হাসান মাহমুদ সাজনের বাড়িতে অনশন শুরু করেন ওই প্রেমিকা চাদনী। এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
অনশনরত প্রেমিকা চাঁদনী জানান। চার বছর আগ থেকে সাজনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। নিয়মিত দেখা সাক্ষাত করতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বছরের পর বছর বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন টালবাহা করে আসছে গত ৫ মাস যাবৎ সাজিন সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে। আজকের শুনতে পাই সাজিন অন্য মেয়েকে বিবাহ করতে বাড়ি এসেছে। আমি এ বাড়িতে আসার পর সাজিন আমাকে দেখেই বাড়ি থেকে পালিয়ে যায়। আমি সাজনের ঘরের সামনে গেলে সাজনের মা, ফুফু ও বোন তিন জনে আমাকে মারধর করে।
অভিযুক্ত হাসান মাহমুদ সাজনকে মোবাইলে ফোন করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সাজনের পিতা হারুন আর রসিদ মাস্টার জানান, আমার ছেলের সাথে এই মেয়ের কোনো সম্পর্ক নেই। আমার ছেলেকে ফাঁসানোর জন্য এই মেয়েটি এসেছে।
আরও পড়ুন: দুমকির ঐতিহ্যবাহী পীরতলা খালের ময়লা অপসারণ
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মেয়ের মা থানায় অভিয়োগ দায়ের করেছেন। এস আই সাহিদ কে ঘটনাস্থানে পাঠিয়েছি।
এসডি/