Logo

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন ১০৩ জন

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
13Shares
শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন ১০৩ জন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ হারানো ১৮৪ জনের মধ্যে সদস্যপদ ফিরে পেয়েছেন ১০৩ জন। সদস্যপদ ফিরে পাওয়ার মাধ্যমে এই শিল্পীরা ফের ভোটাধিকা...

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ হারানো ১৮৪ জনের মধ্যে সদস্যপদ ফিরে পেয়েছেন ১০৩ জন। সদস্যপদ ফিরে পাওয়ার মাধ্যমে এই শিল্পীরা ফের ভোটাধিকারসহ সমিতির অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য হলেন।

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিন শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানান, ১৮৪ জনের মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি সদস্যদের খোঁজ এখনও পাওয়া যায়নি।

এদিকে সদস্যপদ ফিরে পেয়ে আনন্দে ভাসছেন শিল্পীরা। এ সময় তারা ইলিয়াস কাঞ্চনসহ নতুন কমিটির সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

এছাড়াও এদিন নতুন কমিটির কার্যকরী সদস্য হিসেবে শপথ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ। চিত্রনায়িকা রোজিনার পদে স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

ওআ/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD