বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৫
মিরপুর সুইমিং কমপ্লেক্সে কাউন্টারে বিপিএলের টিকিট না পেয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে টিকিট প্রত্যাশীরা। যার বহিঃপ্রকাশ ছিল স্টেডিয়ামের মূল গেইট ভাঙচুর। বিপিএল শুরুর আগে খবরের শিরোনাম হয়েছে দর্শকদের এমন কাণ্ড। এবার আবারও ভাঙচুরের ঘটনা ঘটল।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনের খেলা শুরুর আগেই টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটল।
আরও পড়ুন: দুইশ’র দোরগোড়ায় রাজশাহী, রাব্বির ৯৪
জানা গেছে, সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা রেখেছিল বিসিবি। তবে সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা।
পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনেন ফায়ার সার্ভিস। এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: প্রথম ম্যাচেই টাইগাররা পেল ভারতকে, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান
প্রসঙ্গত, এবারের বিপিএলের টিকিট অনলাইন থেকেই কেনা যাচ্ছে। এ ছাড়া মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট। তবে গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট ক্রয়ের ব্যবস্থা রেখেছিল বিসিবি।
আরএক্স/