খালেদা জিয়ার বিদেশ যাত্রা, শাহজালাল বিমানবন্দরে কড়া নিরাপত্তা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৫


খালেদা জিয়ার বিদেশ যাত্রা, শাহজালাল বিমানবন্দরে কড়া নিরাপত্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া | ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডনযাত্রা সামনে রেখে ঢাকার আন্তর্জাতিক হযরত শাহজালাল বিমানবন্দর এলাকায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা এবং জনভোগান্তি কমাতে বিমানবন্দর ও আশপাশের সড়কগুলোতে অন্তত ১০ প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি নেতাকর্মীদের উপস্থিতির কারণে বিমানযাত্রীদের ভোগান্তি কমাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সতর্ক রয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (বেবিচক)।


মঙ্গলবার (৭ জানুয়ারি) বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার গণমাধ্যমকে বলেন, আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। পুলিশের অন্তত ১০ প্লাটুন সদস্যের বাইরেও সেনা ও বিমানবাহিনীর সদস্যরা রয়েছেন। এ ছাড়াও বিমানবন্দরের নিয়মিত নিরাপত্তায় নিয়োজিত এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন), র‌্যাব ও সিভিল এভিয়েশনের সদস্যরা মাঠে রয়েছেন। 


আরও পড়ুন: সুপ্রীম কোর্টে ফায়ার সার্ভিসের মহড়া


তিনি বলেন, নিরাপত্তার পাশাপাশি বিমানবন্দরের নিয়মিত যাত্রীদের যাতায়াতে যাতে ভোগান্তি না হয়, সে দিকটাও পুলিশকে দেখতে হচ্ছে। পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরাও সতর্ক রয়েছে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রওনক জাহান বলেন, বিমানবন্দর বা আশপাশের সড়কে যেন জনদুর্ভোগ না হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সব ধরনের প্রস্তুতিও রয়েছে। 


মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’। অবশ্য এর আগেই সন্ধ্যা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় ভিড় করেছেন।


এমএল/