খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে গেলেন তারেক রহমান


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৫


খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে গেলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

লন্ডনে পৌঁছানোর পর হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান।


বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


আরও পড়ুন: খালেদা জিয়ার বিদেশ যাত্রা, শাহজালাল বিমানবন্দরে কড়া নিরাপত্তা


এরপর যখন হুইল চেয়ারে করে মা খালেদা জিয়া ছেলের কাছে এলেন সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে স্বাগত জানান। মুহূর্তের মধ্যেই সেখানে আবেগঘন মধুর পরিবেশ সৃষ্টি হয়।


সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।


তিনি জানান, বিমানবন্দরে খালেদা জিয়াকে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। এ ছাড়া হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ছেলে তারেক রহমান, নাতনি জাইমা রহমান, পরিবারের অনান্য সদস্যরাসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে তারেক রহমান সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যান।


আরও পড়ুন: মঙ্গলবার রাত ১০টায় ঢাকা ছাড়বেন খালেদা জিয়া: ডা. এজেডএম জাহিদ


বিএনপির চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর দীর্ঘ ৭ বছরের মধ্যে তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি।


উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি। এই সফরের মধ্য দিয়ে বিভিন্ন চড়াই-উৎরাই পেরিয়ে সাড়ে সাত বছর পর খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হলো।


এমএল/