জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে চিত্রনায়িকা নিপুণকে
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৫
অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণ আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাওয়ার সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।
আরও পড়ুন: অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে বিলিন হচ্ছে প্রকৃতি কন্যা জাফলং
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বে থাকা এক গোয়েন্দা কর্মকর্তা।
তিনি বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডনে গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়। তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেফতার করা হয়নি।
আরও পড়ুন: নতুন বছরে পর্যটন স্পট গুলোতে পর্যটকের ঢল
আওয়ামী লীগ সরকারের পতনের পর শোবিজে আওয়ামীপন্থি তারকাদের অনেকেই ইতোমধ্যে আত্মগোপনে চলে যান। চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশে আছেন নাকি লন্ডনে আছেন সেটি নিয়ে অনেকের মধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছিল।
এমএল/