Logo

আবারও নতুন বিতর্কে জড়ালেন উর্বশী

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জানুয়ারী, ২০২৫, ২৪:১৪
31Shares
আবারও নতুন বিতর্কে জড়ালেন উর্বশী
ছবি: সংগৃহীত

সেখানেই নন্দমুরির ভাবভঙ্গি দেখে নতুন করে বিতর্ক শুরু হয়েছে

বিজ্ঞাপন

বছরের শুরুতেই বিতর্কে জড়িয়েছেন বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি মুক্তি গত ২ তারিখে মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, তা গানমুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন উর্বশী ও নন্দমুরি।  

বিজ্ঞাপন

এদিকে বক্স অফিসে সিসেমা সফল হয়েছে, এমন দাবি প্রযোজকদের। সব মিলিয়ে একটি পার্টির আয়োজন করা হয়।  সেখানেই নন্দমুরির ভাবভঙ্গি দেখে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই পার্টিতে স্যাটিনের শাড়িতে হাজির হন উর্বশী রাউতেলা। গানের সাফল্যে অভিনেত্রী কেক কাটেন প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে। তারপর ‘দাবিডি দিবিডি’ গানে নাচতে শুরু করেন দু’জনে। নাচতে নাচতে অভিনেত্রীর শাড়ির কুঁচির দিকে হাত বাড়িয়েছেন অভিনেতা। অ অভিনেত্রী সরে গেলেও নন্দমুরি নাচ থামাননি। 

বিজ্ঞাপন

এমন একটা ভিডিও সামনে আসেতেই আবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন উর্বশী। শুধু এই ঘটনাই নয়, সিনেমার প্রচারে গিয়ে উর্বশীর হাতে এমনভাবে হাত রাখেন তাতেও নায়িকার মুখের অভিব্যক্তি বদলে যায়। সেটাও চোখে পড়েছে ভক্ত-অনুরাগীদের। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি উর্বশী।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD