শর্ত ভেঙে চুমু, অন্তরঙ্গ দৃশ্যে নিয়ে যা জানালেন তামান্না
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫
দক্ষিণের গণ্ডি পেড়িয়ে এখন বলিউডেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। নায়কা যে সিরিজে অভিনয় করে ঝড় তুলেছিলেন সেই সিরিজের নাম ছিল ‘লাস্ট’। যদিও একটা সময় ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করতে আগ্রহী ছিলেন না অভিনেত্রী। অভিনেত্রী নিজেকে শর্ত দিয়েছিলেন, কোনো ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করবেন না তিনি। তবে‘লাস্ট’সিরিজে এক চুমু দৃশ্যে কাজ করে স্বেচ্ছায় সেই শর্তটি ভাঙেন তামান্না ভাটিয়া।
আরও পড়ুন: সাইফের ওপর হামলা চালানো যুবক বাংলাদেশি : মুম্বাই পুলিশ
তামান্না এও জানিয়েছেন,যৌনতা নিয়ে অনেক ছ্যুৎমার্গ ছিল তার। পরিবারের সঙ্গে যৌনতা-যৌনদৃশ্য দেখতে বেশ অস্বস্তির মুখে পড়তে হতো তাকে। তামান্না বলেছিলেন, ‘আমি এমন একজন ছিলাম, যে পরিবারের সঙ্গে বসে ওই সব দেখতে পারতাম না। এদিক ওদিক তাকাতাম।’
অভিনেত্রী বলেন, ‘ক্যারিয়ারে দীর্ঘ সময় যৌনতা নিয়ে অস্বস্তির মধ্যে পড়তে হতো আমাকে। আমার কোনো ছবিতেই ঘনিষ্ঠ দৃশ্যে আমি এতদিন অভিনয় করিনি। আমার কাছে এটি ছিল একটি সামাজিক ট্যাবু। আমি চাই না এখনকার দর্শকও এমনটা ভাবুক। আমি কিন্তু বেরিয়ে এসেছি ওই ভাবনা থেকে। শিল্পী হিসেবে নিজেকে মেলে ধরতে আমি রাজি। অনেক ধরনের কাজ করছি। অনেক ধরনের ছবিতে, অনেক রকমের চরিত্রে অভিনয় করছি।’
আরও পড়ুন: অস্ত্রোপচারের পর বিপদমুক্ত সাইফ আলী খান, রাখা হয়েছে পর্যবেক্ষণে
প্রসঙ্গত, তামান্না ভাটিয়া এখন সিনেমা পাড়ার হট কুইন। একটা সময় বোল্ড দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। ২০২৪-এর শেষে স্ত্রী টু ছবি থেকে তার ‘আজ কি রাত’ গান ঝড়ের গতিতে ভাইরাল হয়। যেখানে তামান্নার উপস্থিতি দর্শক মহলে আলোড়ন সৃষ্টি করে।
এসডি/