Logo

এটিএম আজহারের মুক্তির দাবিতে জামায়াতের অবস্থান কর্মসূচি

profile picture
জনবাণী ডেস্ক
২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৫
47Shares
এটিএম আজহারের মুক্তির দাবিতে জামায়াতের অবস্থান কর্মসূচি
ছবি: সংগৃহীত

এতে দেশবাসী হতবাক ও বিস্মিত হয়েছে

বিজ্ঞাপন

বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে গণঅবস্থান কর্মসূচি দি‌য়ে‌ছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দ‌লটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতির মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের অধিক সময় ধরে জেল খানায় আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেছেন। দেশবাসী আশা করেছিল, চরম জুলুম-নির্যাতনের শিকার এ টি এম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের প্রায় ৬ মাসের অধিক সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও আজহারুল ইসলাম মুক্তিলাভ করেননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত হয়েছে। 

এ অবস্থায় এ টি এম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালিত হবে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

উক্ত গণঅবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায় জামায়াত ইসলামী। 

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD