Logo

৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২২
38Shares
৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি
ছবি: সংগৃহীত

দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কিছুদিন সময় চাওয়া হয়েছে

বিজ্ঞাপন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ছয় দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এ সময় কুয়েট ক্যাম্পাসকে ‘অনিরাপদ’ অভিযোগ করে তাঁরা বাড়ি চলে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে তারা এই স্মারকলিপি জমা দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন বিকেল ৩টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়। পরে তারা কাকরাইল মসজিদের গেটের কাছে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটকে দেয়। একপর্যায়ে সেখানেই প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।

এরপর শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেন কুয়েট শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সরকার পজিটিভ। দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কিছুদিন সময় চাওয়া হয়েছে। এর প্রেক্ষিতে সরকারকে সময় দেওয়া হচ্ছে। তবে দাবি না মানা হলে কুয়েটের ৫ হাজার শিক্ষার্থী কঠোর আন্দোলনে নামবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে রবিবার সকালে ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় আসেন কুয়েটের ৮০ জন শিক্ষার্থী। তারা দুপুর ২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন। সেখানে অবস্থানকালে ঢাকায় অবস্থানরত কুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন। এ সময় শহীদ মিনারে ব্যাপক পুলিশ প্রটোকল ও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান লক্ষ্য করা যায়।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD