আমার ট্রেডমিলে হাঁটার বয়স এখনও হয়নি : সোনাক্ষী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৫


আমার ট্রেডমিলে হাঁটার বয়স এখনও হয়নি : সোনাক্ষী
সংগৃহীত ছবি

অনেক সময় তারকারা বডি শেমিংয়ের শিকার হয়ে থাকেন। বলিউড জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা একাধিক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন। বডি শেমিংয়ের শিকার হওয়ার পর কীভাবে একটা সময় ওজন কমিয়েছেন সে বিষয় নিয়েও কথা বলেছেন তিনি।


আরও পড়ুন: নিজের গাওয়া ‘চিকনি চামেলি’ গান নিয়ে লজ্জা পায় শ্রেয়া ঘোষাল



তবে ওজন কুমলেও কিছু বিষয়ে এখনও স্বচ্ছন্দ নন সোনাক্ষী। এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন, বিশেষ করে ভারতে সুইমওয়্যার পরতে নাকি ইতস্তত বোধ করেন তিনি। ভারতের বাইরে কোথাও গেলে তবেই সুইমওয়্যার পরেন এ অভিনেত্রী।


তার কথায়, ‘আমি ভারতে সুইমওয়্যার পরি না। এই দেশের কোনও স্থানেই আমি সাঁতারে যাই না। তার কারণ, জানি না কোথা থেকে কে কীভাবে ছবি তুলে নেবে আমার। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ুক, তা আমি চাই না। কোথাও বেড়াতে গেলে আমি সাঁতার কাটি, পানিতে ডুব দিই।’


শরীরচর্চা নিয়েও এ সাক্ষাৎকারে কথা বলেছেন সোনাক্ষী। এক সময় চেহারার গঠনের জন্য বেশ চিন্তিত থাকতেন তিনি। নায়িকা বলেন, ‘আমার তখন ১৮ বছর বয়স। কলেজে পড়াশোনা করছি। সেই সময় আমি শরীরচর্চা কেন্দ্রে যাওয়া শুরু করি। জিমে গিয়েই আমি ট্রেডমিলে হাঁটতে শুরু করে দিই।’


আরও পড়ুন: অনেক অনেক ভালোবাসা বাংলাদেশি ভক্তদের জন্য : দাননির মবিন



সোনাক্ষীর ভাষ্য, ‘৩০ সেকেন্ড হাঁটার পরেই আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। বুঝতে পারলাম, ট্রেডমিলে হাঁটার বয়স এখনও হয়নি। ১৮ বছর বয়স থেকেই নিজের সঙ্গে এটা আমি করতে পারি না।’ 


এসডি/