শুক্রবার ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৫


শুক্রবার ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
ছবি: সংগৃহীত

দিন দিন বেড়েই চলেছে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ। ২৩৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা বসবাসরতদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়। 


আরও পড়ুন: ১৪০১ জনকে 'জুলাই যোদ্ধা' স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ


একই সময়ে ২১৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। একই সময়ে ২০০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, ১৯৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। এছাড়া ১৮৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রযেছে চীনের বেইজিং শহর।


একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।


আরও পড়ুন: রমজানে রাজধানীতে ২৫ স্থানে সুলভ মূল্যে মাংস দুধ ডিম বিক্রির উদ্বোধন


২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


এমএল/