ড্রোন দিয়ে রমজানের চাঁদ অনুসন্ধান করবে আরব আমিরাত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৫


ড্রোন দিয়ে রমজানের চাঁদ অনুসন্ধান করবে আরব আমিরাত
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম দেশ হিসেবে ড্রোন ব্যবহার করে পবিত্র  রমজান মাসের চাঁদ অনুসন্ধান করবে সংযুক্ত আরব আমিরাত। 


দেশটির ফতোয়া কাউন্সিল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছে। আজই দেশটিতে রমজান চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। এরমধ্যে ড্রোনও যুক্ত করা হয়েছে। এসব ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযুক্ত থাকবে।


আরও পড়ুন: ট্রাম্পের আশা, ইউক্রেন দ্রুতই খনিজ চুক্তি মেনে নেবে


আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র কয়েকদিন আগে জানায়, এ বছর ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা জানিয়েছে, তাদের হিসাব-নিকাশ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুব সহজে রমজানের চাঁদের দেখা মিলবে। তবে যদি চাঁদ না দেখা যায় তাহলে, দেশটিতে ২ মার্চ থেকে শুরু হবে মহিমান্বিত মাহে রমজান মাস।


এদিকে সবার আগে এবার আনুষ্ঠানিকভাবে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ জানিয়েছেন, কাল ১ মার্চ হবে রমজানের প্রথম দিন।


আরও পড়ুন: দূষণকারী দেশগুলোর কাছে বাংলাদেশের পাওনা ৫.৮ ট্রিলিয়ন ডলার


তিনি অস্ট্রেলিয়া ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে পবিত্র এ মাস শুরুর ঘোষণা দিয়েছেন।


ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে অস্ট্রেলিয়া। দেশটির প্রধান দুটি শহর পার্থ ও সিডনিতে খালি চোখে চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ। সূত্র: খালিজ টাইমস


এমএল/