Logo

ড্রোন দিয়ে রমজানের চাঁদ অনুসন্ধান করবে আরব আমিরাত

profile picture
জনবাণী ডেস্ক
১ মার্চ, ২০২৫, ০৪:২৫
40Shares
ড্রোন দিয়ে রমজানের চাঁদ অনুসন্ধান করবে আরব আমিরাত
ছবি: সংগৃহীত

এসব ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযুক্ত থাকবে

বিজ্ঞাপন

বিশ্বের প্রথম দেশ হিসেবে ড্রোন ব্যবহার করে পবিত্র  রমজান মাসের চাঁদ অনুসন্ধান করবে সংযুক্ত আরব আমিরাত। 

দেশটির ফতোয়া কাউন্সিল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছে। আজই দেশটিতে রমজান চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। এরমধ্যে ড্রোনও যুক্ত করা হয়েছে। এসব ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযুক্ত থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র কয়েকদিন আগে জানায়, এ বছর ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা জানিয়েছে, তাদের হিসাব-নিকাশ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুব সহজে রমজানের চাঁদের দেখা মিলবে। তবে যদি চাঁদ না দেখা যায় তাহলে, দেশটিতে ২ মার্চ থেকে শুরু হবে মহিমান্বিত মাহে রমজান মাস।

এদিকে সবার আগে এবার আনুষ্ঠানিকভাবে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ জানিয়েছেন, কাল ১ মার্চ হবে রমজানের প্রথম দিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি অস্ট্রেলিয়া ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে পবিত্র এ মাস শুরুর ঘোষণা দিয়েছেন।

ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে অস্ট্রেলিয়া। দেশটির প্রধান দুটি শহর পার্থ ও সিডনিতে খালি চোখে চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ। সূত্র: খালিজ টাইমস

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD