আওয়ামীলীগ সভাপতির বাড়ি থেকে ২৪ টি তাজা ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৪ পিএম, ১৩ই মার্চ ২০২৫


আওয়ামীলীগ সভাপতির বাড়ি থেকে ২৪ টি তাজা ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার
উদ্ধারকৃত বোম

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস সালামের বাড়ি থেকে ২৪ টি তাজা ককটেল ও দুটি স্মোক বোম উদ্ধার করেছেন র‍্যাব ১২ সিপিসি -২ পাবনার একটি বিশেষ টিম। 


আরও পড়ুন: পাবনায় ৪০ গাড়িতে ডাকাতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত


বুধবার (১২ মার্চ) বিকাল ৫ টা থেকে রাত ১ টা পর্যন্ত র‍্যাব ও পুলিশের একটি টিম যৌথভাবে অভিযান পরিচালনা করেন। বাড়িতে বোম দেখতে পেয়ে রাজশাহী বম্ব ডিসপোজাল ইউনিটকে তথ্য জানানো হয়। পরবর্তীতে রাত ১২টার দিকে ঘটনাস্থলে রাজশাহী থেকে বম্ব ডিসপোজাল ইউনিট আসার পরে চারটি লাল বালতি থেকে ২৪টি ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার করা হয়েছে।


পাবনা র‍্যাব ১২ কোম্পানি কমান্ডার  স্কোয়াডন লিডার মো. ইলিয়াস খাঁন দৈনিক জনবাণীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামের আব্দুল সালাম মেম্বারের বাড়িতে ৮ ঘন্টা অভিযান চালিয়ে ২৪ টি তাজা ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার করা হয়। এই অভিযানে কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে বাড়ির মালিকের নামে মামলা হবে।


এসডি/