ক্ষুদে ভক্তকে বাঁচাল নোরার দেহরক্ষী, ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সম্প্রতি এক সিনেমা হলে ঘটে যাওয়া এক ঘটনা ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে।
ইনস্টাগ্রামে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এ জনপ্রিয় অভিনেত্রী একটি ছোট্ট মেয়ের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। মেয়েটিকে পপকর্ন দিতে গিয়েই ঘটে বিপত্তি। অচমকাই ভারসাম্য হারিয়ে পেছনের দিকে পড়ে যেতে থাকে সেই ছোট্ট মেয়ে।
আরও পড়ুন: রাশমিকাকে দেখে ঐশ্বরিয়ার কথা মনে পড়ল ভক্তদের
আর ঠিক তখন বোসে থাকা নোরার দেহরক্ষী হঠাৎ ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে ধরে ফেলে। এক মুহূর্তের জন্যও সময় নষ্ট না করে তার এই তৎপরতাতেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
এই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়াই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন। কেউ কেউ আবার দেহরক্ষীকে ‘রিয়েল হিরো’ বলে প্রশংসা করেছেন। অনেকেই ওই দেহরক্ষীর সতর্কতা ও দায়িত্ববোধের জন্য তাকে কুর্নিশ জানিয়েছেন।
এসডি/